আলুর ক্ষেতে ঢুকে কুয়োয় পড়ে গেল হস্তিশাবক ৷ আর তাকে তুলতে না-পেরে রাতভর আর্ত চিৎকার মা-হাতির ৷ বন দফতরের চেষ্টা রাতেই হস্তিশাবককে উদ্ধার করলেন বনকর্মীরা ৷ জেসিবি দিয়ে মাটি কেটে কুয়ো থেকে শাবকটি তোলা হয় ৷ সোমবার রাতে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের লালগড় রেঞ্জের ভাউদি বিটের পিড়রাকুলি গ্রামে ৷ জানা গিয়েছে, গত পাঁচদিন ধরে ৭০ থেকে ৭৫টি হাতির একটি দল পিড়রাকুলি গ্রাম সংলগ্ন আজনাশুলি ও চালপুড়ার জঙ্গলে রয়েছে ৷ গ্রামবাসীরা অভিযোগ করছেন, রাত হলেই খাবারের সন্ধানে জয়পুর, মালধা, পিড়াকাটা, মাহাতোপুর, পাথরনালা, অভয়া, বালিবাঁধ-সহ বিভিন্ন এলাকার আলুর জমিতে হানা দিচ্ছে হাতির দলটি ৷ আলু খাওয়ার পাশাপাশি তছনছ করে দিচ্ছে আলু ক্ষেত ৷ তেমনই সোমবার রাত ১১টা নাগাদ জঙ্গল থেকে বেরিয়ে পিড়রাকুলি গ্রাম সংলগ্ন আলুর জমিতে হানা দেয় হাতির দল ৷ সেই সময় আলুর ক্ষেতে থাকা মাটি কুয়োতে একটি হস্তিশাবক পড়ে যায় ৷ সন্তান কুয়োয় পড়ে যেতেই চিৎকার শুরু করে মা-হাতি ৷ গ্রামবাসীদের কথায় শুঁড় দিয়ে শাবককে উদ্ধারের চেষ্টাও করে সে ৷ কিন্তু, ব্যর্থ হয়ে চিৎকার শুরু করতে থাকে হাতিটি ৷ এরপর গ্রামবাসীরাই বন দফতরে খবর দেয় ৷ একঘণ্টার মধ্যে সেখানে জেসিবি নিয়ে বন দফতরের কর্মীরা হাজির হন ৷ জেসিবি দিয়ে কুয়ো পাশের মাটি কেটে হস্তিশাবককে উদ্ধার করে বন দফতর ৷ কুয়ো থেকে বেরিয়ে মা-হাতির সঙ্গে জঙ্গলে ফিরে যায় শাবকটি ৷
