কলকাতা

‘যেকোনও ধরনের পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত’, বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

হনুমান জয়ন্তীতে ৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে রাজ্য। ‘যেকোনও ধরনের পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত’, বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।আগামিকাল, বৃহস্পতিবার হনুমান জয়ন্তী। রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষায় এবার কড়া পদক্ষেপ করেছে নবান্ন। স্রেফ হাইকোর্টে নির্দেশ মেনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নয়, প্রতিটি শোভাযাত্রায় থাকবেন অ্যাসিস্ট্যান্ড কমিশনার পদমর্যাদার একজন পুলিস আধিকারিক। স্পর্শকাতর এলাকায় বসানো হবে পুলিস পিকেট। এদিন রাজ্যপাল বলেন, ‘আমরা একটি ঐক্যবদ্ধ দল। যেকোনও ধরনের পরিস্থিতি মোকাবিলায় আমার প্রস্তুত। আমরা মানে কেন্দ্র,রাজ্য ও রাজভবন। হাইকোর্টেরও ভীষণ সাপোর্ট আছে’। জানান, ৩ কোম্পানি সিআরপিএফ ইতিমধ্য়েই এলাকার দিকে রওনা দিয়েছে’। এর আগে, হাইকোর্টের নির্দেশের পর রাজ্যের পদস্থ পুলিস আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যসচিব। সেই বৈঠকে হনুমান জয়ন্তী উপলক্ষ্যে কলকতা, ব্যারারপুক ও চন্দননগরে ৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়।