বিদেশ

গুগলের সহ প্রতিষ্ঠাতা স্ত্রীর সঙ্গে সম্পর্কে জড়ানোর অভিযোগ উঠল এলন মাস্কের বিরুদ্ধে!

 ফের বিতর্কে এলন মাস্ক। গুগলের সহ প্রতিষ্ঠাতা ধনকুবের সের্গেই ব্রিনের স্ত্রীর সঙ্গে সম্পর্কে জড়ানোর অভিযোগ উঠল টেসলা প্রধানের বিরুদ্ধে। সম্প্রতি নিকোল শানাহানের সঙ্গে এলন মাস্কের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনে ওয়াল স্ট্রিট জার্নাল। আরও বলা হয়, এই ঘনিষ্ঠতার আগে পর্যন্ত মাস্কের সঙ্গে সুসম্পর্ক ছিল ব্রিনের। নিকোলের জন্যই দুই ধনকুবেরের মধ্যে সম্পর্কে ফাটল ধরেছে। সেই দাবি উড়িয়ে সোমবার মুখ খোলেন মাস্ক। টুইটারে লেখেন, ‘এই বিষয়টির কোনও সত্যতা নেই। সের্গেই আমার বন্ধু। গতকাল রাতেও আমরা একসঙ্গে পার্টি করেছি। আর গত তিন বছরে মাত্র দু’বার নিকোলের সঙ্গে দেখা হয়েছে। প্রতিবারই প্রচুর লোকজনের মাঝে। এর মধ্যে কোনও রোম্যান্স নেই।’ সূত্রের খবর, মতানৈক্যের কারণে জানুয়ারি মাসে বিবাহ বিচ্ছেদের আবেদন জানান ব্রিন। ২০২১ সালের ১৫ ডিসেম্বর থেকে ব্রিন ও নিকোল আলাদা থাকছিলেন। ডিভোর্সের আবেদনের পরেই খোরপোশ

বাবদ ১ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি অর্থ দাবি করেছেন শানাহান। আপাতত বিষয়টি নিয়ে তাঁদের মধ্যে আলোচনা চলছে। ওয়াল স্ট্রিট জার্নালে বলা হয়েছে, ‘২০২১ সালের ডিসেম্বর মাসের শুরুতে মায়ামিতে আর্ট বাসেল অনুষ্ঠানে নিকোল শানাহানের কাছাকাছি আসেন মাস্ক। এমনকী, এক অনুষ্ঠানে হাঁটু গেড়ে বসে এই ঘটনার জন্য ব্রিনের কাছে ক্ষমাও চান তিনি।’ প্রসঙ্গত, গায়িকা গ্রিমসের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর শানাহানের কাছাকাছি আসেন মাস্ক। এই ঘটনার আগে মাস্ক ও ব্রিনের সম্পর্ক কেমন ছিল? সামনে এসেছে পুরনো সময়ের নানা তথ্য। জানা গিয়েছে, টেসলার গাড়ি তৈরি হওয়ার পরে হাতে গোণা যে কয়েকজন প্রথমে তা পেয়েছিলেন, সেই তালিকায় ছিলেন ব্রিন। অন্যদিকে, বিশ্বজুড়ে মন্দা চলাকালীন ২০০৮ সালে টেসলাকে ৫ লক্ষ মার্কিন ডলার আর্থিক সাহায্য করেছিলেন গুগলের সহ প্রতিষ্ঠাতা।  যদিও মাস্কের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করেন মাস্ক। তিনি এ-ও বলেন, তিনি তিন বছরে মাত্র দুবার নিকোলকে দেখেছেন।