বিজ্ঞান-প্রযুক্তি

টুইটারের সিইও পদ ছাড়বেন এলন মাস্ক! জল্পনা তুঙ্গে

বিশ্বের জনপ্রিয় মাইক্রো ব্লগিং ওয়েবসাইট টুইটার বিপুল ধনরাশি দিয়ে কিনেছিলেন এলন মাস্ক। টুইটার কেনার তিন মাসের মাথায় ঘোষণা করেন তিনি পদত্যাগ করতে চান। সেই জল্পনার চেয়ে বুধবার সামনে এল নতুন বিতর্ক। যার মূলে রয়েছে এলন মাস্কের নতুন টুইট। তাঁর পদত্যাগ করা উচিত কি না সেই বিষয়ে রবিবার সরাসরি ব্যবহারকারীদের কাছে ভোট চেয়েছিলেন। সেই ভোটে তাঁকে পদত্যাগ করতেই বেশি ব্যবহারকারী মত দিয়েছেন। বুধবার এলন মাস্ক টুইটে সাফ জানিয়ে দিলেন, যদি কোনও যথেষ্ট নির্বোধকে পান তবে তিনি পদত্যাগ করবেন। তারপর থেকে সফটওয়ার ও সার্ভার টিমের দায়িত্ব নিজের কাছে রাখবেন। আসলে তিনি কী বলতে চেয়েছেন তাই নিয়ে জল্পনা চরমে উঠেছে।