সপ্তম দফার বৈঠকেও মিলল না সমাধান সূত্র। সোমবারও তিনটি কৃষি বিল প্রত্যাহারের দাবিতে অনড় রইলেন কৃষকরা। এদিন যে দুটি মূল বিষয় আলোচনা হয়েছিল সেগুলি হল তিনটি বিল প্রত্যাহার এবং নূন্যতম সহায়ক মূল্যকে বৈধতা দেওয়া। কিন্তু এদিনও দুঘণ্টার বৈঠকে আইন প্রত্যাহারের দাবিতে কৃষকরা অনড় থাকায় কোনও সমাধান সূত্র বেরোয়নি। কেন্দ্র এদিনও বলেছে আইন প্রত্যাহার না করে তারা আইনে সংস্কার আনতে রাজি। এব্যাপারে কৃষকদের সমর্থন পাওয়ারও মরিয়া চেষ্টা এদিন চালিয়ে গিয়েছে কেন্দ্র। কিন্তু নিজেদের জেদ ছাড়েননি কৃষকরা। এমনকি আগের বৈঠকে কৃষকদের লঙ্গরের খাবার প্লেটে তুলে নিয়েছিলেন মন্ত্রীরা। কৃষকরাও সরকারের চা পান করেছিলেন। কিন্তু এবার আর সেই সুযোগ দেননি কৃষকরা। নিজেদের খাবার মন্ত্রীদের সঙ্গে ভাগ করে নেননি তাঁরা। আগের বৈঠকে সংশোধিত বিদ্যুত্ বিলের প্রত্যাহার এবং নষ্ট ফসল জ্বালানোয় কৃষকদের আইনত সাজা দেওয়ার প্রস্তাব ওঠানোয় সম্মত হয়ে গিয়েছিল কেন্দ্র। তাতেই কিছুটা নরম হয়েছিলেন কৃষকরা। তাঁরা এদিনও বলে দিয়েছেন, দাবি মানা না হলে তাঁরা নিজেদের শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন। সোমবার ৪০ দিনে পড়ল কৃষক আন্দোলন।