দেশ

টিকার দুটি ডোজ নিয়েও ইন্দোরে করোনা আক্রান্ত ৪ সেনা জওয়ান

করোনা টিকার দুটি ডোজ নেওয়ার পরেও এবার করোনা আক্রান্ত হলেন ৪ জন সেনা আধিকারিক। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে। আক্রান্ত এই চারজনের মধ্যে দুজন সম্প্রতি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম) এর একটি কোর্সে অংশগ্রহণ করেছিলেন। তবে তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।  এই ঘটনা প্রসঙ্গে ইন্দোরের নোডাল অফিসার ডাঃ অমিত মালাকার বলেন, ‘গত তিনদিনে ইন্দোরে চারজন সেনা কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁরা প্রত্যেকেই করোনা টিকার দুটি ডোজই নিয়েছেন। তবে তাঁদের মধ্যে করোনার কোনও উপসর্গ নেই এবং এই মুহূর্তে তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল।’ পাশাপাশি তিনি আরও জানিয়েছেন,  আক্রান্ত এই চারজনের মধ্যে দুজন সম্প্রতি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম) এর একটি কোর্সে অংশগ্রহণ করায় আপাতত আইআইএমের অফলাইন ক্লাস বন্ধ রাখা হয়েছে। এই প্রসঙ্গে ইনস্টিটিউটশন কর্তৃপক্ষের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে আগামী বেশ কিছুদিন অনলাইনেই পঠনপাঠনের কাজ চলবে।  অন্যদিকে,  ভারতীয় সেনার তরফ থেকে ইতিমধ্যেই বিষয়টি জানিয়ে একটি বিবৃতি দিয়ে ঘোষণা করা হয়েছে যে, করোনা আক্রান্ত ওই ৪ সেনা আধিকারিকের সংস্পর্শে যারা এসেছিলেন তাঁদের চিহ্নিত করে কোয়ারেন্টাইনে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি আইআইএমে পাঠরত ওই দুই সেনা আধিকারিকের সংস্পর্শে এসেছিলেন যে সমস্ত পড়ুয়ারা তাঁদেরও শেল্ফ কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।