বিজেপিতে যোগ দান করলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার বিজেপিতে যোগদানের কথা আগেই ঘোষণা করা হয়েছিল। এদিন সকালে বিজেপি রাজ্য সভাপতি মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতৃত্বের উপস্থিতিতে এদিন সল্টলেকের বিজেপি দফতরে গেরুয়া পতাকা হাতে তুলে নেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামীদিনে সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীর পরামর্শ নিয়ে চলবেন বলে জানিয়েছেন তিনি। বিজেপির দলীয় পতাকা হাতে তুলে নেওয়ার পর অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “আজ আমি একেবারে নতুন জগতে পা দিলাম। এই সর্বভারতীয় দলে নরেন্দ্র মোদী, অমিত শাহের মতো নেতারা আছেন।” তিনি আরও উল্লেখ করেন, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পরামর্শ প্রতি মুহূর্তে কাজে লাগবে তাঁর। প্রাক্তন বিচারপতি বলেন, “আমি দলের একজন শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসেবে কাজ করতে চাই। দল আমাকে যে দায়িত্ব দেবে, তা পালন করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ।” অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় বলেন, “আমাদের প্রথম উদ্দেশ্য হল, একটা দুর্নীগ্রস্ত দল ও সরকারের বিদায় লগ্নের সূচনা করে দেওয়া, যাতে ২০২৬ এ তারা আর ক্ষমতায় আসতে না পারে। একজন বাঙালি হিসেবে আমি অত্যন্ত কষ্ট পাই যখন দেখি বাংলা ক্রমশ পিছিয়ে পড়ছে। তাই একটা সিরিয়াস লড়াই শুরু করতে হবে।” মঙ্গলবার বিচারপতি পদ থেকে ইস্তফা দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ইস্তফার ঘোষণার সঙ্গে সঙ্গেই তিনি জানান যে বিজেপিতে যোগ দেবেন তিনি। ৭ মার্চ বিজেপিতে যোগ দেবেন তিনি এটাও জানান। এরপর গতকালই তাঁকে ফোন করেন অমিত মালব্য। তাঁকে বিজেপিতে যোগদান করার সিদ্ধান্ত নেওয়ার জন্য স্বাগত জানান। একইসঙ্গে বলেন যে, বাংলায় তৃণমূলের অপশাসন শেষ করতে তাঁর মতো ভালো লোকদের রাজনীতিতে আসা প্রয়োজন।