দেশ

ফের মহুয়া মৈত্রকে বাংলো ছাড়ার নোটিস

সাংসদ পদ হারিয়েছেন। তবু সরকারি বাংলো ছাড়ছেন না মহুয়া মৈত্র । এর আগে দুইবার তাঁকে বাংলো ছাড়ার নোটিস দেওয়া হয় লোকসভার তরফে, কিন্তু সেই নির্দেশে গুরুত্বই দেননি তিনি। আবারও প্রাক্তন তৃণমূল সাংসদকে অবিলম্বে সরকারি বাংলো ছাড়ার নোটিস দেওয়া হল। মঙ্গলবারই রাতে তাঁকে এই নোটিস পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, সংসদ থেকে বিতাড়িত প্রাক্তন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে আরও একবার সরকারি বাংলো ছাড়ার জন্য নোটিস পাঠানো হয়েছে। অবিলম্বে তাঁকে সরকারি বাংলো ছাড়তে বলা হয়েছে।