ভয়ঙ্কর বিস্ফোরণে ভেঙে পড়ল মধ্যপ্রদেশের এক বাজি গোডাউনের বিরাট অংশ। বিকট বিস্ফোরণে আজ সকালে উড়ে যায় মোরেনা জেলার বানমোর নগরের ওই বাজি গোডাউনের ছাদ। এখনওপর্যন্ত পাওয়া খবর অনুযায়ী বিস্ফোরণে ৪ জনের মৃত্যু হয়েছে। আহত ৭। নিখোঁজ অনেকে। এদের মধ্যে রয়েছে রয়েছে একাধিক শিশু ও মহিলা। এরা সবাই ধ্বংসস্তূপে চাপা পড়ে রয়েছে। তাদের উদ্ধারে নেমেছে প্রশাসন। ওই বিস্ফোরণের ঘটনা নিয়ে দমকল আধিকারিক রাজেন্দ্র প্যাটেল সংবাদমাধ্যমে জানিয়েছেন, একটি দোকানে আগুন লেগে গিয়েছে বলে খবর পেয়েছি। ঘটনাস্থলে গিয়েছে দমকলের ১০টি ইঞ্জিন। ঘণ্টাখানেক আগেই আগুন নিভিয়ে ফেলা হয়েছে।