জেলা

মুখ্যমন্ত্রীর সন্দেশখালি সফরের আগেই তৃণমূলে যোগ রেখা পাত্রের রাজনৈতিক গুরু সুজয় মাস্টারের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্দেশখালি সফরের আগেই উলটপুরাণ ৷ সন্দেশখালির প্রতিবাদী আন্দোলনের অন‍্যতম মুখ সুজয় মাস্টার ওরফে সুজয় মণ্ডল যোগ দিলেন শাসক শিবিরে ৷ রবিবার রাতে সন্দেশখালি ২ নম্বর ব্লক তৃণমূল পার্টি অফিসে গিয়ে তিনি নাম লেখান তৃণমূলে ৷ তাঁর হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন শাসকদলের ব্লক সভাপতি দিলীপ মল্লিক ৷ উল্লেখ্য, এই সুজয় মাস্টারই বসিরহাট লোকসভায় পরাজিত বিজেপি প্রার্থী রেখা পাত্রের রাজনৈতিক গুরু ছিলেন ৷ এমনকি সন্দেশখালি আন্দোলনের সময় বিজেপির এই নেতাকে গ্রেফতার করেছিল পুলিশ ৷ তবে, সন্দেশখালির প্রতিবাদী আন্দোলনের অন‍্যতম মুখ তৃণমূলে যোগ দেওয়ার পর রীতিমতো উজ্জীবিত শাসক শিবির ৷ তৃণমূল মনে করছে, সুজয় মাস্টারের মতো লোক তাদের শিবিরে যোগ দেওয়ায় সন্দেশখালিতে তৃণমূলের সংগঠন আরও শক্তিশালী হবে ৷ যোগদানের পর সুজয় মণ্ডল বলেন, “বর্তমানে সন্দেশখালির পরিস্থিতি শান্ত ৷ আগের যে অশান্ত পরিস্থিতি এখানে ছিল, তা এখন নেই ৷ মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন তিনি সন্দেশখালির মাটিতে একদিন পা-রাখবেন ৷ সেই কথা উনি রেখেছেন ৷ আমি মনে করি, স্বাধীনতার পর প্রথম কোনও মুখ্যমন্ত্রী সন্দেশখালিতে আসছেন ৷ এজন্য সন্দেশখালির বাসিন্দা হিসেবে আমরা গর্বিত ৷ মুখ্যমন্ত্রীর কাজে আস্থা রেখে এবং সন্দেশখালিতে ফের শান্তি বিরাজ করায় আমি তৃণমূলে যোগদান করেছি ৷ আজ থেকে আমি শাসকদলের হয়ে কাজ করতে পারব ৷ এটা ভেবেই ভালো লাগছে ৷”