জলপাইগুড়ি জেলা পুলিশের কন্ট্রোল রুমে গতকাল ১২টা নাগাদ একটি ফোন আসে ৷ যাতে বলা হয়, ‘তিস্তা সেতুতে আইডিই বোমা রাখা আছে। দুপুর আড়াইটায় তিস্তা সেতুকে উড়িয়ে দেওয়া হবে’৷ তৎপরতার সঙ্গে তিস্তা নদীতে তল্লাশি চালায় পুলিশ ৷ প্রাথমিক তদন্তের পর জানা যায় পুলিশকে হেনস্থা করার জন্যই কন্ট্রোল রুমে এই বোমাতঙ্কের ফোন। গ্রেপ্তার করা হয় ময়নাগুড়ির এক যুবককে ৷ ধৃতের নাম মানব দাস। ফেক কলের খবর পাওয়ার পরেই ফোনের সূত্র ধরে পুলিশ ময়নাগুড়ি থেকে ওই যুবককে গ্রেপ্তার করে জলপাইগুড়িতে নিয়ে আসে ৷