ক্রাইম দেশ

Gujarat Fake Currency Racket Busted : গুজরাতের বনসকান্ঠায় জাল নোট কারখানার হদিশ, উদ্ধার লক্ষাধিক জাল নোট

গুজরাতে জাল নোটের কারখানা! গুজরাতের বনসকান্ঠায় জাল নোটের কারখানা। জাল নোটের কারখানায় ক্রাইম ব্রাঞ্চের অভিযান। কারখানা থেকে উদ্ধার লক্ষাধিক টাকার জাল নোট। দুজনের বিরুদ্ধে মামলা রুজু গুজরাত পুলিশের। ঘটনাস্থল থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় এবং ৪০ লক্ষ টাকারও বেশি মূল্যের জাল নোট এবং মুদ্রণ সরঞ্জাম জব্দ করা হয়। এই অভিযানে বাজারে নকল নোট ছড়িয়ে পড়া জালকারদের একটি বিপজ্জনক নেটওয়ার্ক উন্মোচিত হয়েছে। নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, এলসিবি গভীর রাতে একটি বাড়িতে অভিযান চালায়, যেখানে জাল নোট ছাপা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। অভিযানের সময় সঞ্জয় সোনি এবং কৌশিক শ্রীমালী নামে দুই অভিযুক্তকে হাতেনাতে ধরা পড়ে। তবে, মূল পরিকল্পনাকারী রায়মাল সিং পালিয়ে যেতে সক্ষম হয় এবং বর্তমানে পলাতক।