করোনা সঙ্কটের জেরে প্রত্যেক নাগরিককে ২০০০ টাকা দিচ্ছে মোদি সরকার । জনপ্রয়ি মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি এমনই একটি মেসেজ ঘুরছে । মেসেজে একটি ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া হয়েছে । মেসেজে বলা হয়েছে এই টাকাটা ক্লেম করার জন্য লিঙ্কটিতে ক্লিক করতে হবে । মেসেজটি ভাইরাল হয়ে যাওয়াতে সরকারি ফ্যাক্ট চেকিং এজেন্সি PIB-র তরফে একটি ট্যুইটে জানানো হয়েছে মেসেজটি ফেক । এর কোনও সত্যতা নেই । ট্যুইটে আরও জানানো হয়েছে, লিঙ্কে ক্লিক করতে অন্য একটি ওয়েবসাইট খুলে যাবে । সরকারি যে কোনও ওয়েবসাইটে nic বা .gov লেখা থাকে । কিন্তু দেওয়া লিঙ্কে এর মধ্যে কোনওটা নেই । লিঙ্কে ক্লিক করতে ‘Left 1936 FREE Lockdown Relief Package’ লেখা আসছে । এখানে আপনাকে ৩টি প্রশ্ন করা হচ্ছে । আপনি ভারতের নাগরিক কিনা ? আপনি লকডাউনে কত টাকা খরচ করেছেন ? আর এই ২০০০ টাকা আপনি কোন কাজের জন্য ব্যবহার করবেন ? উত্তর দিতেই জানানো হচ্ছে যে আপনি টাকা পাওয়ার জন্য যোগ্য । এই মেসেজ ৭টি গ্রুপে ফরওয়ার্ড করতে হবে । পরে আপনার থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল নেওয়া হবে ।