দেশ

বিদেশের বিভিন্ন জায়গায় আটকে পড়া প্রায় ৩০ হাজার ভারতীয়দের দেশে ফেরাল স্পাইসজেট

বিদেশের বিভিন্ন জায়গায় আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনার কাজে এবার নেমে পড়ল বেসরকারি বিমানসংস্থা স্পাইসজেটও । ভারতের লো-কস্ট এই বিমানসংস্থা দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় গত কয়েক মাসে নিয়মিত কার্গো বিমান চালিয়েছে । ওষুধপত্র থেকে শুরু করে অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিয়েছে তারা । এবার বিদেশে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনার কাজেও নেমে পড়ল এই বিমানসংস্থা । এখনও পর্যন্ত বিভিন্ন দেশে ২০০টি চার্টার বিমান চালিয়ে প্রায় ৩০ হাজার ভারতীয়কে দেশে ফিরিয়ে আনতে সফল স্পাইসজেট । যাদের মধ্যে অধিকাংশই হল সংযুক্ত আরব আমিরশাহী-সহ মধ্য প্রাচ্যের অন্যান্য দেশগুলি থেকে আসা ভারতীয়রা ।