প্রয়াত কলকাতা হাইকোর্টের বিচারপতি প্রতীক প্রকাশ ব্যানার্জি
Posted onAuthorবঙ্গনিউজComments Off on প্রয়াত কলকাতা হাইকোর্টের বিচারপতি প্রতীক প্রকাশ ব্যানার্জি
প্রয়াত কলকাতা হাইকোর্টের বিচারপতি প্রতীক প্রকাশ ব্যানার্জি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর। শুক্রবার ভোরে হার্ট অ্যাটাকে তিনি মারা যান। ২০১৭ সালে তিনি কলকাতা হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হন। বার কাউন্সিলের সঙ্গে যুক্ত ছিলেন ১৯৯৫ থেকে।