দেশ

ফের অন্ধবিশ্বাসের বলি শিশু কন্যা

শিশুকন্যাকে ‘বলিদান’ দিল পরিবার। গুজরাটের গির সোমনাথ জেলার একটি গ্রামে এমনই ভয়াবহ ঘটনা ঘটেছে বলে অভিযোগ। সেই গ্রামের বাসিন্দারাই পুলিশকে খবর দেন । জানা গিয়েছে ওই মেয়েটি ৬ মাস আগে পর্যন্ত সুরাতে পড়াশুনো করত । কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে তাকে স্কুল থেকে ছাড়িয়ে গ্রামে নিয়ে আসা হয় । এরপরই অক্টোবর মাসের শুরুতে এই ভয়াবহ ঘটনা ঘটে বলে অভিযোগ । একটি সূত্র পুলিশকে জানিয়েছে হত্যার পর চারদিন নাকি মেয়েটির দেহ আগলে বসেছিল পরিবার । তাদের আশা ছিল তার দেহে আবারও প্রাণের সঞ্চার হবে । শেষমেশ এই ধরনের কিছু না হওয়ায় গোপনে শেষকৃত্য করে পরিবার । সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ফরেনসিক বিশেষরজ্ঞরা ঘটনাস্থলে এসে নমুনা সংগ্রহের কাজ করেন । স্থানীয়দের থেকে পুলিশ জানতে পেরেছে নবরাত্রির সময় অষ্টমীর দিন ওই পরিবার তাদের কন্যা সন্তানকে হত্যা করেছে । পরে তার শেষকৃত্যও করা হয়েছে। এই অভিযোগ কতটা সত্য তা খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। গ্রামবাসীদের দাবি ওই শিশুর মৃত্যুর নেপথ্যে পরিবারের ভূমিকা থাকতে পারে । এরপরই পুলিশ চিতাভষ্ম থেকে নমুনা সংগ্রহের কাজ করেছে । পাশাপাশি মেয়েটির বাবা বারবার নিজের বয়ান বদল করছেন ।