ভাইরাল

মঞ্চে উঠে বিজেপি বিধায়ককে সপাটে চড় কৃষক নেতার, ভাইরাল ভিডিও

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষি আইন বাতিল করেছেন। কৃষকদের মন জয় করতে মোদির এই পদক্ষেপ বলে দাবি করেছেন অনেকে। স্বভাবতই কৃষকরা সমস্ত রাগ-অভিমান ভুলে বিজেপিকে সমর্থন করবে, এমনটাই আশা করছে গেরুয়া শিবির। উত্তরপ্রদেশের উন্নাওয়ের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত উন্নাও সদরের বিজেপি বিধায়ক পঙ্কজ গুপ্তাও তেমনটাই ভেবেছিলেন। মঞ্চের দিকে এক কৃষক নেতাকে এগিয়ে আসতে দেখে ভেবেছিলেন হয়তো মালা পরাতে আসছেন। তবে তাঁর ভাগ্যে সপাটে বা-কান ঘেঁষে চড় জুটেছে। মাঝি থানার অন্তর্গত জঙ্গে নগর মোড়ে আয়োজিত সভায় ওই বিধায়ক উপস্থিত ছিলেন। মঞ্চে অনুষ্ঠান চলাকালীন, কৃষক  ইউনিয়নের এক নেতা (ছত্রপাল) তাঁর কাছে পৌঁছন। কথোপকথনের সময় সদরের বিধায়ক পঙ্কজ গুপ্তাকে সপাটে চড় মারেন। তা দেখে ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার পর বিধায়ক সমর্থকরা কৃষক নেতাকে জোর করে নামিয়ে দেয়। এই প্রসঙ্গে পুলিস সুপার দীনেশ ত্রিপাঠী বলেন, এখন পর্যন্ত সদরের বিধায়কের পক্ষ থেকে কোনও অভিযোগ পাওয়া যায়নি। তদন্ত করে দেখা হবে। বিজেপি বিধায়ক পঙ্কজ গুপ্তাকে কৃষক নেতার চড় মারার ভিডিয়ো দাবানলের গতিতে ছড়িয়ে পড়ে। সমাজবাদী পার্টি এই ভিডিয়ো টুইট করে যোগীর অপশাসনের দিকে আঙুল তুলেছে। অখিলেশ যাদবের দল টুইটে লিখেছে, উন্নাও সদরের বিজেপি বিধায়ক পঙ্কজ গুপ্তা আয়োজিত একটি জনসভায় কৃষক নেতা প্রকাশ্যে তাঁকে মঞ্চে চড় মারেন। কৃষকের এই থাপ্পড় বিজেপি বিধায়কের মুখে চড় নয়, বরং বিজেপি শাসিত আদিত্যনাথ সরকারের নীতি, দুঃশাসন ও স্বৈরাচারের প্রতি বলিষ্ঠ প্রতিবাদ!