টিকা নিয়েও করোনা আক্রান্ত হলেন জম্মু–কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও লোকসভা সাংসদ ফারুক আবদুল্লা। মঙ্গলবার পুত্র ওমর আবদুল্লা টুইট করে জানিয়েছেন, তাঁর বাবার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ। শরীরে করোনার উপসর্গও রয়েছে।
ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক গত ২ মার্চ করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন শ্রীনগরের একটি হাসপাতালে। দিন কয়েক পরই দ্বিতীয় ডোজ নেওয়ার কথা ছিল তাঁর। তবে তার আগেই করোনা আক্রান্ত হলেন। ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর টুইটারে এই সংবাদ জানিয়ে লিখেছেন, তিনি ও তাঁর পরিবার আপাতত নিজেদের ঘরবন্দি করে রেখেছেন। যতক্ষণ না তাঁদের করোনা পরীক্ষা হচ্ছে, ততদিন কোয়ারেন্টিনেই থাকবেন।
মঙ্গলবার সকাল ৯টা নাগাদ টুইট করেন ওমর। গত কয়েকদিনে তাঁদের পরিবারের সংস্পর্শে যাঁরা এসেছিলেন, টুইটে তাঁদেরও সতর্ক করে ওমর লিখেছেন, ‘আমার অনুরোধ, সম্প্রতি যাঁরা আমাদের কাছাকাছি এসেছেন, তাঁরাও জরুরি সতর্কতাগুলি মেনে চলুন।’