বিনোদন

Kumar Sahani : প্রয়াত কিংবদন্তি পরিচালক কুমার সাহানি

প্রয়াত কিংবদন্তি পরিচালক কুমার সাহানি। ৮৩ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করলেন ‘মায়া দর্পন’, ‘তরঙ্গ’ ছবির পরিচালক। কিংবদন্তি পরিচালক ঋত্বিক ঘটকের অন্যতম প্রিয় ছাত্র ছিলেন তিনি। কলকাতাতেই মৃত্যু হয়েছে কুমার সাহানির।  ১৯৪০ সালে জন্ম কুমার সাহানির। পুণে ফিল্ম ইনস্টিটিউট (এফটিআইআই) থেকে চলচ্চিত্র নিয়েই পড়াশোনা তাঁর। ১৯৬৯ সালে বিখ্যাত ফরাসি পরিচালক রবার্ট ব্রেসনের ‘এ জেন্টল ক্রিয়েচার’ ছবিতে তাঁকে অ্যাসিস্ট করেছিলেন। পরিচালক প্যাসোলিনি এবং আন্দ্রেই তারকভস্কির দ্বারা প্রবল অনুপ্রাণিত ছিলেন কুমার সাহানি।