দেশ

উসকানিমূলক মন্তব্যের জেরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে অভিযোগ দায়ের কর্নাটকে

 নির্বাচনী সভায় দাঁড়িয়ে দাঙ্গার হুমকি দেওয়ায় এফআইআর দায়ের হল দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে। কংগ্রেস নেতা ও সাংসদ রণদীপ সিং সুরজেওয়ালা, ডাঃ পরমেশ্বর এবং কংগ্রেসের রাজ্য সভাপতি ডি কে শিবকুমার বেঙ্গালুরুর হাই গ্রাউন্ডস থানায় বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে দাঙ্গার ভয় দেখানোর অভিযোগ তুলে এফআইআর দায়ের করেছেন। একইসঙ্গে সমাবেশের আয়োজক বিজেপি নেতাদের বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছে। পরিকল্পিতভাবে উসকানিমূলক বক্তব্য পেশ, ঘৃণা ছড়ানো ও বিরোধীদের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করার অভিযোগ এনে শাহ ও আয়োজকদের কাঠগড়ায় তুলেছে কংগ্রেস রাজ্য নেতৃত্ব। শাহর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা ১৫৩ এ (বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা প্রচার করা), ১৭১ জি (নির্বাচনী বিষয়ে মিথ্যা বক্তব্য), ৫০৫ (২) (বিভিন্ন শ্রেণির মধ্যে শত্রুতা, ঘৃণা বা অস্বাভাবিকতা তৈরি করা) এবং ১২৩ ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। মঙ্গলবার কর্নাটকের বেলাগাভি জেলার তেপড়ালে এক নির্বাচনী জনসভায় অমিত শাহ বলেছিলেন, কর্নাটকে কংগ্রেস ক্ষমতায় এলে রাজ্যে নিশ্চিত দাঙ্গা হবে। কংগ্রেস নেতা শিবকুমার বলেছেন, আইন অনুযায়ী শাহর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। একজন সাধারণ মানুষ এই মন্তব্য করলে তাঁকে গ্রেফতার করা হত। তাই এমন মন্তব্য করে শাহ পার পেতে পারেন না। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কীভাবে বলতে পারেন কংগ্রেস ক্ষমতায় এলে রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গা হবে? শাহর মনে রাখা উচিত, তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপির কোনও সাধারণ নেতা বা তারকা প্রচারক নন। বিষয়টি নিয়ে কংগ্রেস ইতিমধ্যেই নির্বাচন কমিশনেও শাহর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। কংগ্রেস নেতা সুরজেওয়ালা বলেছেন, এবারের বিধানসভা নির্বাচনে কর্নাটকে বিজেপির আসন সংখ্যা ৪০-এর নিচে নেমে যাবে। দেওয়ালের স্পষ্ট লিখন পড়তে পেরে বিজেপি তাই মরিয়া হয়ে উঠেছে। এখন তারা মিথ্যাভাষণ, উসকানি, বিভেদ ও মেরুকরণের পথ নিয়েছে।