দেশ

ধর্মীয় বিদ্বেষমূলক মন্তব্যের জেরে অবশেষে নূপুর সহ ১০ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ

 ধর্মীয় বিদ্বেষমূলক মন্তব্যের কারণে নূপুর শর্মাকে দল থেকে বরখাস্ত করেছে বিজেপি ৷ এবার তার বিরুদ্ধে সক্রিয় অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে থাকা দিল্লি পুলিশ ৷ বুধবার নূপুরের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশের গোয়েন্দা শাখা (আইএফএসও) ৷ এই এফআইআর তালিকায় নাম রয়েছে নবীনকুমার জিন্দল-সহ আরও ৯ জনের ৷ তাদের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে ঘৃণা ছড়ানো, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ আনা হয়েছেজ ৷