নির্বাচনের প্রতিশ্রুতি মতোই ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প শুরু করেছে রাজ্য সরকার। দুয়ারে সরকার কর্মসূচিতে চলছে ফর্ম পূরণের কাজ। সেপ্টেম্বর থেকে মিলবে এই প্রকল্পের সুবিধা। ‘লক্ষ্মীর ভাণ্ডার’ নিয়ে দলগুলির মধ্যে চলছে রাজনৈতিক চাপানউতোর। আর এই প্রকল্প নিয়ে মন্তব্য করে এবার বিপাকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। টুসু হাজরা নামে এক মহিলা তাঁর বিরুদ্ধে হাওড়ার গোলাবাড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন। প্রসঙ্গত, কয়েকদিন আগে দিলীপ ঘোষ বলেন, ‘ভিড় করার জন্যই দুয়ারে সরকার কর্মসূচি হচ্ছে। ৫০০ টাকার জন্য ভোর ৪টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দাঁড়িয়ে আছেন রোদে সকলে। এটা জনসেবা হতে পারে না। মানুষকে ভিখারি বানিয়ে রাস্তায় দাঁড় করানো হচ্ছে। মোদিজিকে দেখুন। সাধারণ মানুষকে তিনি হাজার হাজার টাকা দিচ্ছেন। তাঁরা ঘরে বসেই সেই টাকা পাচ্ছেন।’ আর এরপরই ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের আবেদন জমা দেওয়া মহিলাদের ভিখারি বলায় বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে থানায় তিনি অভিযোগ দায়ের করেন। টুসু হাজরা বলেন, ‘আমি লাইনে দাঁড়িয়ে এই প্রকল্পের জন্য আবেদন করেছি। এই জনমুখী প্রকল্পের সুবিধা পেতে লক্ষ লক্ষ মহিলা আবেদন করছেন। কোন অধিকারে দিলীপ ঘোষ তাঁদের ভিখারি বলতে পারেন। এই মন্তব্যের প্রতিবাদে তাঁর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। আমি তাঁর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করব। এই মন্তব্যের জন্য তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।’