কলকাতা

গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের বহুতলে বিধ্বংসী আগুন, মৃত ২

মধ্য কলকাতার গণেশ চন্দ্র অ্যাভিনিউয়ের একটি বহুতলে ভয়াবহ আগুন লাগে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। আগুন লাগার পরেই সেখানে পৌঁছন কলকাতা পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকরা। সবাই মিলে দ্রুত ওই বহুতলের ভিতরে আটকে পড়া বাসিন্দাদের বের করে আনার চেষ্টা করতে থাকেন। ২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ভয়ে ছাদ থেকে ঝাঁপ মেরে এক কিশোর গুরুতর আহত হয়। পরে হাসপাতালে মৃত্যু হয় তার। মারা গিয়েছেন এক বৃদ্ধা। শনিবার সকালেও অবশ্য বহুতলের কিছু জায়গা থেকে ধোঁয়া বের হচ্ছে। সেগুলিই খতিয়ে দেখছেন দমকল আধিকারিকরা। শুক্রবার রাত ১১টা নাগাদ গণেশচন্দ্র অ্যাভিনিউর একটি আটতলা বাড়িতে লাগে এই বিধ্বংসী আগুন।প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দা এবং পরে দমকল, বিপর্যয় মোকাবিলা দফতর ও পুলিশের সাহায্যে ভিতরে আটকে পড়া বেশিরভাগ বাসিন্দাদের বের করে আনা হয়েছে। নইলে আরও বেশি প্রাণহানির আশঙ্কা ছিল। আজ ঘটনাস্থলে যাওয়ার কথা ফরেন্সিক বিশেষজ্ঞের।