ভয়াবহ অগ্নিকাণ্ড দেশের রাজধানী দিল্লিতে। আজ, শুক্রবার ভোরের দিকে নয়াদিল্লির বৈশালী কলোনিতে এক শিশু হাসপাতালে আচমকাই আগুন লাগে। প্রত্যক্ষদর্শীদের দাবি, নিউ বর্ন চাইল্ড হাসপাতাল ভবনেই দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে অকুস্থলে যান দমকল কর্মীরা। ঘটনাস্থলে গিয়ে ২০ জন সদ্যোজাত শিশুকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালে থেকে উদ্ধার হওয়া সব শিশুকেই পশ্চিম দিল্লির চারটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পাশাপাশি হাসপাতাল ভবনে আগুন নেভানোর কাজও শুরু হয় জোরকদমে। দমকলের ৯টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে। তবে হাসপাতালে আগুন লাগার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পরে এই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করবে দমকল ও পুলিস। এক দমকল আধিকারিক জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিল্ডিংয়ের বেসমেন্টে অবস্থিত একটি দোকানে প্রথম আগুন লেগেছিল।