শিলিগুড়িতে ভোলানাথ পাড়ায় অবস্থিত রাসায়নিক কারখানায় আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় ৷ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন দুপুর নাগাদ আচমকা ওই কারখানা থেকে ধোঁয়া বের হতে দেখেন সেখানকার কর্মীরা । কারখানায় রাসায়নিক পদার্থ মজুত রাখা থাকায় নিমেষে আগুন ভয়ানক আকার ধারণ করে । এক এক করে তিনটি গুদাম আগুনের গ্রাসে চলে যায় ।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আশিঘর ফাঁড়ির পুলিশ । পাশাপাশি খবর পেয়ে ডাবগ্রাম দমকল কেন্দ্র ও শিলিগুড়ি দমকল কেন্দ্র থেকে চারটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে । টানা দুই থেকে আড়াই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল কর্মীরা ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে কারখানা ও গুদামে তারপিন তেল মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে । কিন্তু অভিযোগ ওই কারখানায় অগ্নিনির্বাপণের ন্যূনতম কোনও ব্যবস্থা ছিল না । যার ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে আরও বেশি বেগ পেতে হয় দমকলকে । কারখানার গুদামের দরজা বন্ধ থাকায় তালা ভেঙে ভিতরে ঢুকতে হয় দমকল কর্মীদের । ভিতরে রাসায়নিক পদার্থ তেল ফিনাইল থাকায় আমাদের খুব সাবধানে কাজ করতে হয়েছে ।