দেশ

মধ্যপ্রদেশের কুরওয়াই কেঠোরা স্টেশনের কাছে বন্দে-ভারত এক্সপ্রেস আগুন

এবার আগুনের কবলে পড়ল অত্যাধুনিক বন্দে ভারত এক্সপ্রেস। আজ ভোপাল থেকে দিল্লিগামী বন্দে ভারতে আচমকাই আগুন লাগে। মধ্যপ্রদেশের কুরওয়াই কেঠোরা স্টেশনের কাছাকাছি এই ঘটনা ঘটে। সেই সময় সেখানে ২২জন যাত্রী উপস্থিত ছিলেন বলে খবর। আগুন লেগেছে টের পেয়ে তাঁরা ট্রেনের বাইরে বেরিয়ে আসেন। রেল কর্তৃপক্ষের তরফে যদিও কিছুক্ষণের মধ্যেই আগুন নিভিয়ে ফেলা হয়। রেলের তরফে জানানো হয়েছে, একটি কামরার ব্যাটারি বক্সে আচমকাই আগুন লেগে যায়। সেই আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিভিয়ে দেন রেলকর্মীরা। মধ্যপ্রদেশের রানী কমলাপতি স্টেশন ছেড়ে যাওয়ার পরেই ঘটে এই বিপত্তি। ট্রেনটিকে পরীক্ষা-নিরীক্ষার পর ফের গন্তব্যের উদ্দেশে রওনা করা হয়েছে বলে খবর। সাম্প্রতিক অতীতে বহু দূরপাল্লার ট্রেনে আগুন লাগার ঘটনা সামনে এসেছে। আবার বন্দে ভারতকেও নানা সময় প্রযুক্তিগত ত্রুটি, পাথর ছোঁড়া, গবাদি পশুর সঙ্গে ধাক্কা লাগার মতো ঘটনায় থামতে হয়েছে। রেল মন্ত্রক এই অত্যাধুনিক ট্রেনের হাজার গুণগান করা সত্ত্বেও দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রীদের। বন্দে ভারতে আজকের অগ্নিকাণ্ডের ঘটনা সেই তালিকায় নতুন সংযোজন। কী কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনা বন্দে ভারতের নিরাপত্তা নিয়ে ফের একবার প্রশ্ন তুলে দিল।