আজ সকালে উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর কল্যানী এক্সপ্রেস ওয়ের ধারে হালিশহর জেটিয়ার হোটেলে সকালে আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌছে আগুন নেভায়। কি থেকে এই আগুন লাগল জানা যায়নি। তবে হোটেলের ভেতরে ছবি তুলতে অনুমতি দেয় নি হোটেল কর্তৃপক্ষ। ঘটনাতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছায় জেঠিয়া থানার পুলিশ ।ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, ওই হোটেলের তিনতলায় সম্ভবত শর্ট সার্কিট থেকে আগুন লাগে । এর ফলে তিন তলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় । তবে ওই হোটেলে অগ্নি নির্বাপক ব্যবস্থা সঠিকভাবে ছিল কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বিভিন্ন এক্সপ্রেসওয়ের ধারে যে হোটেলগুলি ও তার পাশাপাশি রেস্তোরাঁ এবং ধাবাগুলি আছে সেই জায়গাগুলিতে অগ্নিনির্বাপক ব্যবস্থা খতিয়ে দেখতে ইতিমধ্যেই দমকল বিভাগ তৎপর হয়ে উঠেছে।