বিনোদন

বাজেটঃ বাড়ল আয়করের উর্ধ্বসীমা, সঞ্চয়ে ছাড় প্রবীণদের, দাম বাড়ল সিগারেট-সোনার, সস্তা হল মোবাইল-গাড়ি-বাইক-হিরে

বছর ঘুরলেই লোকসভা ভোট। আর তার আগে বুধবার সংসদে বাজেট। লোকসভা ভোটের কথা মাথায় রেখেই আগামী অর্থবর্ষের বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। মাত্র ৮৭ মিনিটেই বলা শেষ। এযাবৎকালের মধ্যে সবচেয়ে কম সময়ে বজেট বক্ৃতা শেষ করার নজির গড়লেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এদিনের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা কৃষকদের জন্য একাধিক পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন। সেই সব পদক্ষেপের মধ্যে রয়েছে শুধু এই ক্ষেত্রের জন্য পৃথক তহবিল গঠন। কিষাণ ক্রেডিট কার্ডের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ২০ লক্ষ কোটি। শুধুমাত্র কর্নাটকের জন্য কেন্দ্রের তরফে বরাদ্দ করা হয়েছ ৫,৩০০ কোটি টাকা। গ্রামাঞ্চলের আর্থিক উন্নতির জন্য সরকার প্রতিবছর ১০০০ কোটি টাকা বরাদ্দ করেছে। পাশাপাশি প্রাকৃতিক উপায়ে অন্নদাতাদের ফসল উৎপাদনে আগ্রহ বাড়াতে কেন্দ্র বিশেষ পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। রাজনৈতিকমহলের একাংশ নিশ্চিত, আগামী লোকসভা ভোটে কৃষক সম্প্রদায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। সদ্য সমাপ্ত কয়েকটি বিধানসভা ভোটে অন্নদাতারা মুখ ফিরিয়েছে। ভোট গিয়ে পড়েছে বিরোধীদের ব্যালটে। লোকসভা ভোটে যাতে তার পুনরাবৃত্তি না হয়, তার জন্য সময় থাকতে থাকতেই কেন্দ্র গলায় গামছা নিয়ে নেমে পড়ল। তাই, কৃষকদের মন পেতে ঘোষণা একগুচ্ছ পদক্ষেপ। ধূমপায়ীদের জন্য বাজেটে খারাপ খবর দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ আরও বাড়ছে সিগারেট খাওয়ার খরচ৷ বাজেট পেশ করতে গিয়ে নির্মলা সীতারমণ জানালেন, প্রাকৃতিক বিপর্যয় সেসের নামে সিগারেটের উপরে আরও ১৬ শতাংশ সেস চাপানো হচ্ছে৷ ফলে একধাক্কায় বেশ কিছুটা বাড়বে সিগারেটের দাম৷ তবে সিগারেটের দাম বৃদ্ধি হলেও মোবাইল ফোন, টিভি-র দাম কমানোর সম্ভাবনার কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ টিভি তৈরির প্যানেলের প্রয়োজনীয় সেলের উপরে আমদানি শুল্ক কমিয়ে আড়াই শতাংশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ একই ভাবে মোহাইলের যন্ত্রাংশ আমদানির উপরেও শুল্ক হ্রাসের কথা জানিয়েছেন নির্মলা৷। অন্যদিকে আয়করে ছাড় অনেকটা বাড়িয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ মহিলাদের জন্য নতুন সঞ্চয় প্রকল্পের ঘোষণা করা হয়েছে৷ প্রবীণ নাগরিকদেরও সঞ্চয়ের উপরে আয়করের ক্ষেত্রে ছাড়ের ঊর্ধ্বসীমা বৃদ্ধি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ আয়করে ৭ লাখ পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। ২০২৩-২৪ অর্থবর্ষে আনা হচ্ছে ৫ স্তরের কর কাঠামো। যেখানে ৩ লাখ পর্যন্ত থাকছে করছাড়। করের নতুন হার হচ্ছে- ০ থেকে ৩ লাখ পর্যন্ত বার্ষিক আয়ে ০। ৩ লাখ থেকে ৬ লাখ পর্যন্ত বার্ষিক আয়ে ৫ শতাংশ। ৬ লাখ থেকে ৯ লাখ পর্যন্ত বার্ষিক আয়ে ১০ শতাংশ। ৯ লাখ থেকে ১২ লাখ পর্যন্ত বার্ষিক আয়ে ১৫ শতাংশ। ১২ লাখ থেকে ১৫ লাখ পর্যন্ত বার্ষিক

আয়ে ২০ শতাংশ। আর ১৫ লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে ৩০ শতাংশ। অন্যদিকে ব্যবসার ক্ষেত্রে প্যান কার্ডের গুরুত্ব অনেকটাই বাড়ল। এবার প্যান কার্ডই হবে ব্যবসার প্রধান নথি। বেশ কিছুদিন ধরেই সরকার আধারের বদলে প্যানকে ব্যবসা ক্ষেত্রে প্রধান নথি হিসেবে গন্য করার কথা বিবেচনা করছিল। ব্যবসা ক্ষেত্রে বর্তমানে EPFO, ESIC, GSTN, TIN, TAN ও PAN এর মতো ১৩টি পৃথক আইডি ব্যবহার করা হয়। সরকারের উদ্দেশ্য ছিল প্যানকে সিঙ্গল উইন্ডো হিসেবে ব্যবহার করে ব্য়বসার সব কাজ করা।  এবার সেটাই করল সরকার। রেলের জন্য পৃথক বাজেট পেশ আগেই বন্ধ করেছে কেন্দ্র। গত বছর থেকেই সাধারণ বাজেটের সঙ্গে রেলের বরাদ্দ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এবার বাজেটে ২.৪ লাখ কোটি টাকা বরাদ্দ হল রেলের জন্য। রাজ্য সরকারে বারেবারেই অভিযোগ করে আবাস যোজনার টাকা আটকে দিয়েছে কেন্দ্র। তবে এবার তাঁর বাজেট বক্তৃতায় নির্মলা ঘোষণা করলেন আবাস যোজনায় বাজেট বেড়ে করা হয়েছে ৭৯ হাজার কোটি টাকা। ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে ৫জি পরিষেবা ব্যবহার করে অ্যাপ তৈরির জন্য ১০০টি ল্যাব স্থাপন করা হবে। স্মার্ট ক্লাসরুম, প্রিসিশন ফার্মিং, ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেমস এবং স্বাস্থ্যসেবা ক্ষেত্রে তা কাজ করবে। দেশে ৫০ অতিরিক্ত বিমানবন্দর, হেলিপোর্ট, ওয়াটার এরোড্রোম এবং উন্নত ল্যান্ডিং জোন পুনরুজ্জীবিত করা হবে। ইস্পাত, বন্দর, সার, কয়লা, খাদ্যশস্য সেক্টরের জন্য ১০০টি গুরুত্বপূর্ণ পরিবহণ পরিকাঠামো প্রকল্প চিহ্নিত করা হয়েছে যাতে ব্যক্তিগত উৎস থেকে ১৫,০০০ কোটি টাকা-সহ ৭৫,০০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে।আগামী ৩ বছরে কেন্দ্রের আবাসিক একলব্য স্কুলগুলিতে ৩৮,৮০০ শিক্ষক নিয়োগ করবে কেন্দ্র। পাশাপাশি ৭৪০ স্কুলে সহকারী শিক্ষক নিয়োগ করা হবে। এতে উপকৃত হবেন ৩.৫ লাখ উপজাতি পড়ুয়া। দেশজুড়ে মোট ১৫৭টি নতুন নার্সিং কলেজে তৈরি করবে কেন্দ্র। প্রাইভেট-পাবলিক মডেলে মেডিক্যাল কলেজ তৈরিতে উত্সাহ দেওয়া হবে। জেলায় জেলায় শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র তৈরি হবে।

কী দাম কমল

দাম কমল খেলনা, সাইকেল, এলইডি টিভি, মোবাইল, বৈদ্যুতিক গাড়ি ও বাইক, কারখানায় তৈরি হিরের গয়না, ইথাইল অ্যালকোহল। 

কী দাম বাড়ল

দাম বাড়ল জামা-কাপড়, কিচেন চিমনি, সোন, রুপোর বাসন, প্ল্যাটিনাম, সিগারেট, গহনা, বিদেশি জিনিসপত্র। কর চাপানোর জন্য দাম বাড়বে সিগারেটের। 

এক নজরে দেখে নেওয়াক অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বক্তব্য

🔵 ভারতের অর্থনীতিকে বিশ্ব উজ্জ্বল নক্ষত্র বলে মেনে নিয়েছে

🔵 আমাদের অর্থনীতি ঠিক লক্ষ্যেই এগিয়ে চলেছে 

🔵 ভারতের এই আর্থিক উন্নতির বেশ কয়েকটি কারণ রয়েছে

🔵 আমরা চেয়েছিলাম কোভিডকালে যাতে দেশের একজনও অভুক্ত না থাকে

🔵 নিশ্চিত করেছিলাম প্রত্যেক ভারতবাসীর টিকাকরণ

🔵 অম্রুত কালের এটাই প্রথম বাজেট

🔵 মহিলাদের ক্ষমতায়নের দিকে জোর দেওয়া হয়েছে

🔵 আর্থিক বৃদ্ধি সাত শতাংশের কাছাকাছি থাকবে

🔵 নয় বছরে ভারতের অর্থনীতি পঞ্চমস্থানে পৌঁছেছে

🔵 বিশ্ব অর্থনীতি যখন অতিমারীকে গ্রাস করেছে সেই সময় আমাদের অর্থনীতিও ছিল মজবুত

🔵 কৃষকদের জন্য ডিজিটাল পাবলিক ইনফ্রাস্টাকচার তৈরি হবে

🔵 গরিব কল্যাণ অন্ন যোজনার পুরো খরচ সরকার বহন করছে

🔵 পিএম বিকাশ প্রকল্পে যুক্ত করা হবে হস্তশিল্পীদের

🔵 জনধন অ্যাকাউন্টের সংখ্য়া ছাড়িয়ে গিয়েছে ১৪ হাজার কোটি

🔵 কৃষিক্ষেত্রের উন্নতির জন্য পৃথক তহবিল: অর্থমন্ত্রী নির্মলা

🔵 কৃষিক্ষেত্রে ধারের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে  ২০ লক্ষ কোটি

🔵 স্বাস্থ্য ও শিক্ষায় জোর। তৈরি হবে ১৫৭টি নার্সিং কলেজ, দেশের চার জায়গায়

🔵 পর্যটন শিল্পকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত

🔵 সবুজ শক্তির ওপর গুরুত্ব আরোপ

🔵 দেশজুড়ে ডিজিটাল গ্রন্থাগার

🔵 ন্যাশনাল বুক ট্রাস্ট এবং চিলড্রেনস বুক ট্রাস্টকে বই প্রকাশে উৎসাহ দেওয়ার সিদ্ধান্ত

🔵 আবাস যোজনায় বরাদ্দ বেড়ে ৭৯ হাজার কোটি

🔵 মডেল রেসডেন্সিয়াল স্কুলে বিশাল নিয়োগের সিদ্ধান্ত

🔵 ৩৮, ৩৮০ জন শিক্ষক নিয়োগের উদ্যোগ

🔵 বেসরকারি বিনিয়োগের ওপর গুরুত্ব আরোপ

🔵 বেসরকারি বিনিয়োগ বৃদ্ধিতে পদক্ষেপের সিদ্ধান্ত

🔵 সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য টাকা বরাদ্দ

🔵 ৫০টি বিমানবন্দরের আধুনিকীকরণ

🔵 ক্ষুদ্র, মাঝারি ও ভারী শিল্পের জন্য বিশেষ অ্যাপ

🔵 ফাইভ-জি পরিষেবার জন্য দেশজুড়ে ১০০টি ল্যাব়

🔵 কর্মসংস্থানে জোর, তৈরি হবে স্কিলড সেন্টার

🔵 স্টাইপেন দেওয়ার সিদ্ধান্ত, উপকৃত হবে ৪৭ লক্ষ যুবক

🔵 ডিজিটাল পেমেন্টে আরও উৎসাহ দেওয়ার সিদ্ধান্ত

🔵 রাজ্য পাবে বিনা ঋণে সুদ

🔵 মহিলাদের জন্য স্বল্পসঞ্চয় প্রকল্প।নাম ‘মহিলা সম্মানপত্র’

🔵 দুই বছরের জন্য রাখা যাবে ২ লক্ষ টাকা।

🔵 সুদের হার ৭.৫

🔵 রফতানিজাত বিভিন্ন দ্রব্যের শুল্ক হ্রাস

🔵 কমবে টেলিভিশনের কিছু যন্ত্রাংশের

🔵 প্রবীণদের জন্য ডাক ঘরে মাসিক সঞ্চয় প্রকল্পে উর্ধ্বসীমা বৃদ্ধি

🔵 ৩০ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়ে আয়কর ছাড় 

🔵 দাম বাড়ল সিগারেটের, আরও ১৬ শতাংশ সেস চাপানো হচ্ছে

🔵 পরবর্তী অর্থবর্ষে কর সংগ্রহের লক্ষ্যমাত্রা ২৩.৩ লক্ষ কোটি

🔵 পরবর্তী অর্থবর্ষে মূল্যস্ফীতির ঘাটতি প্রায় ছয় শতাংশ

🔵 দাম বাড়ল সোনা ও রূপোর

🔵 বাড়ল আয়করের উর্ধ্বসীমা

🔵 বছরে যাদের সাত লক্ষ টাকা আয়, তাদের আর কর দিতে হবে না। তবে সেটা পুরনো কর কাঠামোয়

🔵 বার্ষিক ৭ লাখ টাকা পর্যন্ত আয়ে সম্পূর্ণ কর ছাড়

🔵 বার্ষিক আয় নয় লক্ষ থেকে ১২ লক্ষ, আয়কর ১৫

🔵 বার্ষিক আয় ১৫ লক্ষ, আয়কর ৩০ শতাংশ

🔵 পেনসনরদের জন্য চালু স্ট্যান্ডার্ড রিডাকশন