কলকাতা

তপসিয়ার বস্তিতে বিধ্বংসী আগুন

ফের শহরে বিধ্বংসী অগ্নিকাণ্ড। শুক্রবার সকালে বাইপাস লাগোয়া তপসিয়ার বস্তিতে ভয়াবহ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন গ্রাস করে বিস্তীর্ণ এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল। ১৮টি ইঞ্জিন বর্তমানে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। এছা়ড়া ঘটনাস্থলে রয়েছে প্রগতি ময়দান থানার পুলিশও। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যা হয়েছে দমকল বাহিনীর। স্থানীয়রা জানিয়েছেন, বেলা ১২টা নাগাদ আচমকা আগুন লাগে বস্তিতে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গ্যাস সিলিন্ডার ফেটেই এই বিপত্তি। বস্তি এলাকায় প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখাট আতঙ্কে ছড়িয়েছে পাশের বহুতলেও। ইতিমধ্যেই ঝুপড়ি থেকে একাধিক সিলিন্ডার ব্লাস্টের শব্দও শোনা গিয়েছে। একাধিক ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে।