বড়সড় ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেল পুরী-জয়নগর এক্সপ্রেস। শুক্রবার সকালে ওভারহেড তারে আগুন লেগে পুরী-জয়নগর সাপ্তাহিক এক্সপ্রেসের যাত্রীরা অল্পের জন্য রক্ষা পান। তবে বিষয়টিকে কেন্দ্র করে প্রবল আতঙ্ক ছড়ায় তাঁদের মধ্যে। ঘটনাটি ঘটেছে পাটনা-হাওড়া মেন রুটের কোটারওয়া জঙ্গল এলাকার সিমুলতলা এবং গোরপারান রেলওয়ে স্টেশনের মধ্যে। ট্রেনটির গতি বেশি থাকায় চালক ইমার্জেন্সি ব্রেক লাগাতে পারেননি। ফলে পুরী এক্সপ্রেসটি কিছু লোহার রড ভেঙে ক্ষতিগ্রস্ত এলাকা অতিক্রম করার সময় ট্রেনটি স্বাভাবিক পদ্ধতিতে থামানো হয়েছিল। এদিকে এই ঘটনার পর ট্রেন চালক আর বেসেরা সিমুলতলা রেলওয়ে স্টেশনের অন-ডিউটি স্টেশন মাস্টার মহেশ কুমারকে খবর দেন এবং তিনি পূর্ব-মধ্য রেলওয়ের অন্যান্য আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন। এই ঘটনার ফলে হাতিয়া-পাটলিপুত্র এক্সপ্রেস, মোকামা-হাওড়া এক্সপ্রেস এবং অন্যান্য আপ লাইনের বেশ কয়েকটি ট্রেনের যাত্রা ব্যাহত হয়। পাঁচ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে ওই লাইনে। রেলওয়ে ইঞ্জিনিয়াররা দাবি করেছেন যে যাত্রীরা ভাগ্যবান কারণ এই ঘটনার পরে ট্রেনে আগুন লাগতে পারত। যান্ত্রিক ত্রুটি সংশোধনের পর এই ব্যস্ত রুটে রেল চলাচল স্বাভাবিক হয়।