Posted onAuthorবঙ্গনিউজComments Off on বিবাদী বাগের ইউনিয়ন ব্য়াংকের লকার রুমে বিধ্বংসী আগুন
আজ সকাল ৮ টা নাগাদ বিবাদী বাগের ইউনিয়ন ব্য়াংক আগুন লাগল। ওই ব্যাঙ্কের শাখা থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ৬টি ইঞ্জিন। কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল।