বড়বাজারের চামড়ার ব্যাগের গুদামে আগুন। কলুটোলার হরিণবাড়ি এলাকায় যে বহুতলের চারতলায় এই গুদাম, সেটি বন্ধ রাখা হয়েছে। ঘিঞ্জি এলাকা বলে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় রয়েছেন বাসিন্দারা। ঘটনাস্থলে গিয়েছে ৫ টি ইঞ্জিন। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। তবে ঠিক কীভাবে আগুন লাগল তা এখনও পরিষ্কার নয়।