দেশ

‘লকডাউনে যে সংস্থাগুলির মাইনে দিতে পারেনি, জুলাই পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নয়’, নির্দেশ সুপ্রিম কোর্টের

বেসরকারি সংস্থার নিয়োগকারীদের জন্যে কিছুট স্বস্তির খবর। লকডাউনে সম্পূর্ণ বেতন দিতে না পারা বেসরকারি সংস্থাগুলির বিরুদ্ধে আগামী জুলাই মাস পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া যাবে না বলে আজ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত বলেছে যে, প্রয়োজনে বেতন দেওয়ার বিষয়ে বিভিন্ন রাজ্যের কর্মচারী ও নিয়োগকারীদের মধ্যে আলোচনাও চালানো যেতে পারে। তারপর সেই আলোচনার বিষয়ে লেবার কমিশনারদের কাছে একটি রিপোর্ট জমা দিতে হবে। গত ২৯ মার্চ কেন্দ্র একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল যে, সব সংস্থাকে লকডাউনে কর্মীদের সম্পূর্ণ বেতন দেওয়া বাধ্যতামূলক। স্বরাষ্ট্রমন্ত্রক ওই বিজ্ঞপ্তিতে সকল নিয়োগকারীকে করোনা মোকাবিলায় জারি করা লকডাউন চলার সময়ে যে সব সংস্থা বন্ধ ছিল তাঁদের কর্মীদের কোনও কাটছাঁট না করেই বেতন দেওয়ার কথা বলা হয়। এবার ওই নির্দেশিকার বৈধতা নিয়েই প্রশ্ন তুললো শীর্ষ আদালত। এই বিষয়ে জবাব দেওয়ার জন্যে কেন্দ্রকে আরও ৪ সপ্তাহ সময় দেওয়া হয়েছে। আগামী জুলাইয়ের শেষে এই মামলার পরবর্তী শুনানি।