মালদা কলেজে বিধানসভা তিনটি কেন্দ্রের গণনা চলছে। নিয়ম অনুযায়ী বিপদকালীন ব্যবস্থা হিসেবে গণনা কেন্দ্রে রাখা হয়েছিল একটি দমকলের ইঞ্জিন। নির্বিঘ্নেই চলছিল ভোট গণনা। হঠাত্ই মাইকে ঘোষণা হয় মালদা কলেজের বিদ্যাসাগর ছাত্রাবাসে আগুন লেগেছে। খবর পেয়ে তড়িঘড়ি ছুটে যায় দমকলের একটি ইঞ্জিন। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ছাত্রাবাসের পাশে একটি আবর্জনা ফেলার জায়গায় আগুন লেগেছে। প্রথমে গ্যাস ও পড়ে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে। গণনা কেন্দ্রের পাশে আগুন লাগার খবরে আতঙ্ক সৃষ্টি হয়। ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। কোনও বড় ঘটনা কিনা তা নিয়েও শুরু হয় আলোচনা। অবশেষে দমকলের চেষ্টা আগুন অতি সহজেই নিয়ন্ত্রণে আসায় ফেরে স্বস্তি।