কলকাতা

নজির গড়ল তৃণমূল, বিজেপি নেত্রী মীনাদেবী পুরোহিতকে হাসপাতালে দেখতে এলেন ফিরহাদ হাকিম

 নজির গড়ল তৃণমূল। ‘রাজনৈতিক মতাদর্শগত পার্থক্য থাকলেও মানুষ হিসেবে মীনাদেবী পুরোহিতকে দেখতে এসেছি।’ বুধবার বড়বাজারে হাসপাতাল চত্বরের বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। মেয়র আরও বলেন, ‘মীনাদেবী আমার টিমের বহুদিনকার সদস্য। কলকাতা কর্পোরেশনের বহুদিনকার মেম্বার। তাই তাঁকে দেখতে এসেছি। তাঁর শরীর খারাপ থাকার কারণে এসে খোঁজখবর নিলাম।’ এদিন মেয়র সাংবাদিকদের সামনে এটাও ঘোষণা করেন যে মীনাদেবীর চিকিৎসার সমস্ত ভার কলকাতা পুরনিগমের।  এদিন মেয়র মীনাদেবীকে হাসপাতালে দেখতে এসে এটাও জানান যে, বর্ষীয়াণ বিজেপি কাউন্সিলরের দ্রুত সুস্থতা চেয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। উল্লেখ্য, গতকাল বিজেপির নবান্ন অভিযানে বড়বাজারের দিক থেকে যে মিছিল হাওড়া ব্রিজের দিকে এগোচ্ছিল সেই মিছিলে বিজেপি সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়তে থাকে। নিজের দলের কর্মীদের ছোড়া ওই ইটের ঘায়ে মাথা ফেটে যায় কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র এবং বড়বাজারের বিজেপি নেত্রী(BJP Councilor) মীনাদেবী পুরোহিতের। কার্যত অচেতন অবস্থাতেই তাঁকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছিল। পরে তাঁর সিটি স্ক্যানও করা হয়।