কলকাতা

মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে চলল গুলি, জখম এক পুলিশকর্মী

সাত সকালে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে চলল গুলি। গুলিতে জখম হয়েছেন এক পুলিশকর্মী। তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার পর মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির সামনে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। সূত্রে খবর, একজন নিরাপত্তারক্ষীর নিজের বন্দুক থেকে গুলি বেরিয়ে তিনি আহত হয়েছেন। দীনেশ কর্মকার নামে এক নিরাপত্তারক্ষী মুখ্যমন্ত্রীর বাড়ির সামনের কিয়স্কে বুধবার রাতে ডিউটিতে ছিলেন। বৃহস্পতিবার সকালে ওই নিরাপত্তারক্ষী ডিউটি বদলের সময় হঠাত্‍ গুলির শব্দে কেপে উঠে এলাকা। কর্তব্যরত অন্যান্য পুলিশকর্মীরা গিয়ে দেখেন, দীনেশ মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সঙ্গে সঙ্গে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে আহত পুলিশকর্মীর অস্ত্রোপচার হয়েছে। তবে আহত পুলিশকর্মীর বন্দুক থেকে কীভাবে গুলি চলল,তা এখনও জানা যায়নি। এই সম্পর্কে কলকাতা পুলিশের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এদিন সকালে বন্দুক লোডিং- আন লোডিং করার সময়ই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। পুরোটা ঘটনাই অনিচ্ছাকৃতভাবে ঘটে গিয়েছে বলেই মনে করা হচ্ছে। এই ঘটনা একেবারে নিছক দুর্ঘটনা বলেই মনে করছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।