দেশ

ভারতে এল বায়ুসেনার প্রথম সি-২৯৫ পরিবহনকারী বিমান

অবশেষে ভারতে এল বহু প্রতীক্ষিত সি-২৯৫ পরিবহনকারী প্রথম বিমান। বুধবার বিকেলে গুজরাতের ভাদোদরায় অবস্থিত ভারতীয় বায়ুসেনার এয়ারফোর্স স্টেশনে অবতরণ করে বিমানটি। বিমানটি চালিয়ে নিয়ে এসেছেন গ্রুপ ক্যাপ্টেন পিএস নেগি। বাহরিন থেকে বিমান চালিয়ে নিয়ে এসেছেন তিনি।