ইসরোর বিজ্ঞনীরা বেতন পাচ্ছেন না। সংসদ মহিলা বিল নিয়ে বলতে উঠে এই অভিযোগ করেছিলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। এদিন বিল প্রসঙ্গে বলতে গিয়ে কাকলি ঘোষদস্তিদার বলেন, ‘এই বিল ভোটের আগে রাজনৈতির গিমিক ছাড়া আর কিছু না…।’ তিনি বলেন,’মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগেই মহিলা সংরক্ষণের ব্যবস্থা করেছেন। পারলে তাঁর মতো ৪০ শতাংশ মহিলা সংরক্ষণ করে দেখান। ১৬টি রাজ্যে ক্ষমতায় থাকলেও কোথাও বিজেপির মহিলা মুখ্যমন্ত্রী নেই। আমাদের রাজ্য স্বাস্থ্য থেকে নারী কল্যাণ ও শিল্প, দফতরগুলি আছে মহিলাদের হাতেই। ‘ সাংসদের দাবি গোটা দেশের মধ্যে সবচেয়ে সুরক্ষিত বাংলার মহিলারা।’ এই তথ্য ভুল বলে দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু। তাঁর অভিযোগ, ভুল তথ্য দিয়ে সংসদকে বিভ্রান্ত করছেন তৃণমূল সাংসদ। মন্ত্রী এদিন কাকলি ঘোষ দস্তিদারের বক্তব্যের জবাব দিতে গিয়ে বলেন, ‘ইসরোর বর্তমান এবং প্রাক্তন বিজ্ঞানীরা নিজেই জানিয়েছেন, তাঁরা এখন নিয়মিত বেতন এবং পেনশন পাচ্ছেন। এমনকি মহিলা বিজ্ঞানীরাও আলাদা করে এই কথা জানিয়েছেন। তাঁরা প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়েছেন ইসরোর পাশে থাকার জন্য। তার পরও সংসদে এই ধরনের মিথ্যা অভিযোগ করা হচ্ছে।’