তরুণীকে চার কিলোমিটার টেনে নিয়ে গেল একটি গাড়ি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে মধ্যরাতে, দেশ যখন নববর্ষ পালনে মাতোয়াড়া। প্রথমে মনে করা হয়েছিল, তরুণী গণধর্ষণের শিকার। পরে পুলিশ ঘটনাস্থলের নজর ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে জানায়, এটা দুর্ঘটনা। ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে গাড়িতে থাকা পাঁচ যুবককে। ওই পাঁচ যুবকে পুলিশ নিজেদের হেফাজতে রেখেছে। শুরু করেছে জেরা। দিল্লি পুলিশের আউটার ডিস্ট্রিক্টের ডিসিপি হরেন্দ্র সিং জানিয়েছেন, রবিবার ভোর সাড়ে তিনটে নাগাদ তাদের এক ব্যক্তি ফোন করেন। জানান, রাস্তার ধারে এক তরুণী নগ্ন অবস্থায় পড়ে রয়েছে। শরীর ক্ষতবিক্ষত।
ফোন পাওয়ার পরে পরে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ বাহিনী। তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, তরুণী স্কুটার চালাচ্ছিলেন। আচমকাই তাঁর স্কুটার ওই গাড়িটিকে ধাক্কা মারলে স্কুটারটি উল্টে যায়। তরুণীর পোশাক জড়িয়ে যায় গাড়ির সঙ্গে। গাড়িতে থাকা ওই পাঁচ যুবক বুঝতে পারেনি যে তাদের গাড়ির ডিকির হাতলের সঙ্গে এক তরুণীর পোশাক মারাত্মকভাবে জড়িয়ে গিয়েছে। ধৃত পাঁচ যুবক ঘটনার দিন রাতে মদ্যপ অবস্থায় ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ওই তরুণীর পরিবারের সঙ্গে যোগাযোগ করছে।