Posted onAuthorবঙ্গনিউজComments Off on পাটনায় ৫৮৯ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ৫
পাটনায় থেকে প্রচুর পরিমানে গাঁজা উদ্ধার। গোপন সূত্রে খবর পেয়ে পাটনায় থেকে প্রচুর গাঁজা আটক করা হয় এবং ৫জনকে গ্রেপ্তার কারা হয়েছে। জানা গিয়েছে উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ প্রায় ৫৮৯ কেজি।