দেশের বিভিন্ন উপদ্রুত এলাকায় নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সাধারণ মানুষের উপরে অত্যাচারের অভিযোগ ওঠে। তা সে সীমান্তেই হোক বা মাওবাদী বা জঙ্গি উপদ্রুত এলাকায়। এবার রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলায় ৩ বিএসএফ জওয়ান-সহ ৫ জনের বিরুদ্ধে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠল। ওই ঘটনা ঘটে শুক্রবার রাতে। ম্যাজিস্ট্রেটের কাছে ওই মহিলা জবানবন্দি দেওয়ার পর অভিযুক্ত ৫ জনকেই গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত বিএসএফ জওয়ানদের মধ্যে রয়েছেন একজন হেড কনস্টেবল ও ২ জন কনস্টেবল। শ্রীগঙ্গানগরের এসপি আনন্দ শর্মা বলেন, শনিবার সকালে ওই নির্যাতিতা মহিলা থানায় অভিযোগ দায়ের করেন। তিনি বলেন, দুজন আমার পরিচিত। ঘি সহ অন্যান্য জিনিস কেনার অছিলায় ওরা আমাকে একটি নির্জন জায়গায় নিয়ে যায়। ওরা আমাকে এমন একটি জায়গায় নিয়ে যায় যেখানে ওই ৩ বিএসএফ জওয়ান আগে থেকেই ছিল। সবাই মিলে আমাকে ধর্ষণ করে। আনন্দ শর্মা আরও বলেন, ওই মহিলা পুলিসে অভিযোগ করলে পরিস্থিতির গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গেই প্রমাণ সংগ্রহ ও মহিলার মেডিক্যাল টেস্ট করানো হয়। ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে মহিলায় জবানবন্দিও রেকর্ড করা হয়। অভিযুক্তদের জেরা করে দেখা যায় মহিলার অভিযোগ সত্যি। বিএসএফকে এ ব্যাপারে খবর দেওয়া হলে তারা অভিযুক্ত ৩ জওয়ানকে পুলিশের হাতে তুলে দেয়।


