দেশ

দিল্লিতে ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কম থাকায় ব্যাহত বিমান পরিষেবা

ঘন কুয়াশার চাদরে ঢেকেছে দিল্লি । শুক্রবার সকাল থেকেই দৃশ্যমানতা কম থাকায় বেশ কয়েকটি বিমান দেরিতে চলছে বলে জানিয়েছেন দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। দিল্লি-কাঠমান্ডু, দিল্লি-চণ্ডীগড়-কুল্লু, দিল্লি-জয়পুর, দিল্লি-ধরমশালা-চণ্ডীগড়, দিল্লি-শিমলা-দেহরাদূন শাখায় ব্যাহত হয়েছে বিমান পরিষেবা। কুয়াশার জেরে দেরিতে চলছে একাধিক ট্রেন। নতুন বছরের শুরু থেকেই হাড়কাঁপানো ঠান্ডা দিল্লিতে। শৈত্যপ্রবাহে জবুথবু অবস্থা দিল্লিবাসীর। এদিন সকাল থেকেই ঠান্ডার সঙ্গে ঘন কুয়াশায় ঢেকেছে চারপাশ। তার জেরে কমে গিয়েছে দৃশ্যমানতা। শুক্রবার সকাল ৬টা ১০ মিনিটে দিল্লির সফদরজং এলাকায় সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমেছে ৫.৯ ডিগ্রি সেলসিয়াসে। সকাল ৬টা ১০ মিনিটে পালাম এলাকায় দৃশ্যমানতা ছিল ১০০ মিটার।