বিনোদন

চলে গেলেন ‘লাল পাহাড়ির দ্যাশে যা’ গানের সুরকার সুভাষ চক্রবর্তী, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

চলে গেলেন ‘লাল পাহাড়ির দ্যাশে যা’ গানের সুরকার তথা বাঁকুড়ার প্রখ্যাত ঝুমুরিয়া সুভাষ চক্রবর্তী। শনিবার দুপুর ১২টা নাগাদ বার্ধক্যজনিত কারণে কলকাতার বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭১ বছর। অনুরাগীদের শেষ শ্রদ্ধার জন্য প্রয়াত শিল্পীর মরদেহ রাখা রয়েছে রবীন্দ্র সদনে। প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকবার্তায় তিনি লিখেছেন, ‘বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী, গীতিকার ও সুরকার সুভাষ চক্রবর্তীর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭১ বছর। বাঁকুড়ার বেলিয়াতোড়ের বাসিন্দা সুভাষবাবু ঐতিহ্যময় লোকসঙ্গীতকে বাংলার ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। তাঁর সৃষ্ট কিছু অবিস্মরণীয় লোকগান আজও মানুষের মুখে মুখে ফেরে। তাঁর প্রয়াণে সংগীত জগতের অপূরণীয় ক্ষতি হল।আমি সুভাষ চক্রবর্তীর পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’