কলকাতা

বন দফতরে ২ হাজার কর্মী নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্য বন দফতরে ২ হাজার কর্মী নিয়োগ করবে সরকার। বুধবার বিধানসভা দাঁড়িয়ে এ কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত নিয়োগের দাবিতে রাস্ত্যা আন্দোলনে সামিল হয়েছেন বহু চাকরিপ্রার্থী। মূলত এসএসসি ও প্রাইমারি চাকরিতে নিয়োগের দাবিতে সরব হয়েছেন আন্দোলনকারীরা। সেই আবহে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা হাসি ফুটিয়েছে চাকরিপ্রার্থীদের মুখে। বুধবার বিধানসভায় যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই রাজ্যের প্রশাসনিক প্রধান জানান, ২০০ বনকর্মী নিয়োগ করা হবে। এদিন নিয়োগের ঘোষণা করার পাশাপাশি উচ্ছেদ নিয়েও কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কোথাও রাস্তার জন্য জমি নিলেও আমরা উচ্ছেদ করি না। মাঝেরহাট, টালা ব্রিজেও কাজ করার সময় আমরা থাকবার জায়গা করে দিয়েছি। কাউকে যাতে রাস্তায় পড়ে থাকতে না হয় রেল মন্ত্রী ( থাকাকালীন সময়ে নিয়ম করে দিয়েছিলাম কোথাও জমি নিলে চাকরি দিতে হবে। ওরা এসব এখন কিছু মানে না। অন্যদিকে বুধবারি কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পাট্টা বিলির এক অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে হাতির হানায় কারোর মৃত্যু  হলে তাঁর পরিবারকে সরকারের তরফে ৫ লাখ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করা হবে। পাশাপাশি মৃতের পরিবারের একজনকে বনকর্মীর চাকরি দেওয়া হবে সরকারের তরফে। এদিনই মুখ্যমন্ত্রী আরও বলেন,জঙ্গলের মানুষই সেখানকার ব্যাপারটা বোঝে। কলকাতার মানুষ অত জঙ্গল বোঝে না। তাই সেখানকার লোকজনকেই বনকর্মীর চাকরি দেওয়া ভাল।