কলকাতা

হাওড়া ব্রিজে উঠে পড়ল মানসিক ভারসাম্যহীন ব্যক্তি

হাওড়া ব্রিজের উপরে উঠে পড়েছিলেন এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। বুধবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায়। অবশেষে পুলিশ ও দমকল বাহিনীর চেষ্টায় ওই ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়।  জানা গিয়েছে, বুধবার ব্যস্ত সময়ে হাওড়া ব্রিজের উপরে উঠে বসে ও দাঁড়িয়ে থাকতে দেখা যায় এক ব্যক্তিকে। এই দৃশ্য দেখে দাঁড়িয়ে পড়েন পথচলতি মানুষ। ঘটনার খবর পৌঁছয় পুলিশের কাছে। তড়িঘড়ি পুলিশ ঘটনাস্থলে এসে দমকল বাহিনীকে খবর দেয়। পুলিশ ও দমকল বাহিনীর তৎপরতায় ওই যুবককে নীচে নামিয়ে আনা সম্ভব হয়। যুবককে সফলভাবে নামিয়ে আনার পর তাঁকে মানসিক হাসপাতালে পাঠানো হয়েছে। প্রসঙ্গত এর আগেও একাধিকবার হাওড়া ব্রিজের উপরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে উঠে বসে থাকতে দেখা গিয়েছে। পুলিশের নজর এড়িয়ে বারবার এমন ঘটনা কীভাবে ঘটছে তা নিয়ে প্রশ্ন উঠছে।