Posted onAuthorবঙ্গনিউজComments Off on দিল্লিতে কংগ্রেসের বিক্ষোভ-মিছিল, আটক রাহুল গান্ধি
প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিকে আটক করল পুলিশ ৷ জিএসটি থেকে শুরু করে মূল্যবৃদ্ধি-সহ একাধিক ইস্যুতে পথে নেমেছেন কংগ্রেস সাংসদরা ৷ তাঁদের সকলেরই পরনে ছিল কালো পোশাক ৷ রাষ্ট্রপতি ভবনের দিকে যাওয়ার সময় বিজয় চকে সনিয়া-পুত্রকে আটক করে পুলিশ।