প্রয়াত হলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। 92 বছর বয়সে বৃহস্পতিবার রাত 9টা 51 মিনিটে তাঁর জীবনাবসান হয়। এদিনই সন্ধ্যায় তাঁকে দিল্লির এইমস হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছিল। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। এদিন শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।সেখানেই তাঁর চিকিৎসা শুরু হয়। তাঁর অসুস্থতার খবর পেতেই একে একে হাসপাতালে আসতে শুরু করেন কংগ্রেস-সহ বিভিন্ন দলের নেতা-নেত্রীরা। তাঁর প্রয়াণের খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায় শোক জ্ঞাপন করেন। প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে লেখেন, “দেশের একজন বিশিষ্ট নেতা ছিলেন ডঃ মনমোহন সিংজি ৷ তিনি একজন প্রথিতযশা অর্থনীতিবিদ হয়ে ওঠেন ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী-সহ সরকারের বিভিন্ন দায়িত্ব সামলেছেন তিনি ৷ আমাদের অর্থনীতিতে তাঁর অবদান রয়ে যাবে ৷ সংসদে তাঁর কার্যকলাপও দূরদৃষ্টিসম্পন্ন ছিল ৷ আমাদের প্রধানমন্ত্রী হিসেবে তিনি মানুষের জীবনে উন্নয়নের জন্য যথেষ্ট চেষ্টা করেছিলেন ৷ তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময় আমি মাঝেমধ্যেই তাঁর সমালোচনা করতাম ৷ সে সময় আমি ছিলাম গুজরাতের মুখ্যমন্ত্রী ৷ প্রশাসন সংক্রান্ত নানাবিধ বিষয়ে আমাদের মধ্যে বিস্তারিত কথোপকথন হত ৷ তাঁর জ্ঞান এবং নম্র সবসময় চোখে পড়ত ৷ এই শোকের সময় ডঃ মনমোহন সিংজির পরিবার, বন্ধু এবং অগণিত ভক্তদের প্রতি আমার সমবেদনা রইল ৷ ওম শান্তি ৷”