এতদিন বাংলা থেকে ২ জন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিলেন কেন্দ্রীয় মন্ত্রিসভায়৷ এবার রাজ্য থেকে কেন্দ্রীয় মন্ত্রীর সংখ্যা বাড়ল ঠিকই, কিন্তু বাংলা থেকে পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেলেন না কেউ৷ রাজ্যে থেকে নির্বাচিত ৪ সাংসদই প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন কেন্দ্রীয় মন্ত্রিসভায়৷ এ দিন রাষ্ট্রপতি ভবনে প্রতিমন্ত্রী হিসেবেই শপথ নিলেন সুভাষ সরকার, নিশীথ প্রামাণিক, শান্তনু ঠাকুর এবং জন বার্লা৷ তবে কে কোন মন্ত্রকের দায়িত্ব পেতে চলেছেন, তা এখনও জানা যায়নি৷ এদিন রাষ্ট্রপতি ভবনে মোট ৪৩ জন সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন৷ বাংলা থেকে নির্বাচিত দুই সাংসদ বাবুল সুপ্রিয় এবং দেবশ্রী চৌধুরীও প্রতিমন্ত্রী হিসেবেই দায়িত্বে ছিলেন৷ এদিন বিজেপির শীর্ষ নেতাদের নির্দেশে ২জনেই পদত্যাগ করেছেন৷ তার বদলে বাংলা থেকে নির্বাচিত ৪ সাংসদকেই সেই প্রতিমন্ত্রীর পদমর্যাদাই দেওয়া হল৷


