বিজ্ঞান-প্রযুক্তি

এবার থেকে ভিডিও কলে প্রতারণা রুখতে নয়া ফিচার আনছে হোয়াটসঅ্যাপ!

হোয়াটসঅ্যাপ থেকে ভিডিও কল করা বর্তমান সময়ে নতুন কোনও বিষয় নয়। তবে এবার বিষয়টি নিয়ে বিশেষভাবে চিন্তাভাবনা করছে হোয়াটসঅ্যাপ। যাতে প্রতিটি মানুষের গোপনীয়তা বজায় থাকে সেদিকে নজর রাখা হবে। যারা খুব বেশি মোবাইল বা ক্যামেরা ফ্রেন্ডলি নয় তাঁদের জন্য বিশেষ চিন্তাভাবনা করছে হোয়াটসঅ্যাপ। যাতে এই সকল ব্যক্তিদের গোপনীয়তা বজায় থাকে সেদিকে নজর রাখতে একটি গেমচেঞ্জার করতে চলেছে হোয়াটসঅ্যাপ। বর্তমানে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করলেই সেটি আপনার মোবাইলের ফ্রন্ট ক্যামেরার সঙ্গে যুক্ত হয়ে যায় যেখানে থেকে আপনি সেলফি তুলে থাকেন। তবে যদি হঠাৎ করে ফোনে এমন ভিডিও কল আসছে যেটি আপনি নিতে চান না তাহলে সেখানে কী হবে। এবিষয়ে অ্যানড্রয়েডের সঙ্গে কথা বলছে হোয়াটসঅ্যাপ। সেখানে গ্রাহকের নিজের মর্জির উপর নির্ভর করবে সে কোন ভিডিও কলটি রিসিভ করবে কোনটি নয়।
বিগত কয়েক বছর ধরেই হ্যাকাররা হোয়াটসঅ্যাপকে টার্গেট করেছে। তারা নানা ধরণের ভিডিও কল করে সকলকে বিভ্রান্ত করে দেয়। তবে এবার থেকে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার এলে সেই বিষয়টি আটকানো যাবে। হঠাৎ আসা অচেনা ভিডিও কল রিসিভ হওয়ার আগেই সেটি হোল্ড হয়ে যাবে।  এক্ষেত্রে ফোনের ক্যামেরা নিজে থেকেই বন্ধ হয়ে যাবে। যদি আপনি মনে করেন যে সেই ভিডিও কলটি রিসিভ করবেন তাহলেই সেটি চালু হবে নাহলে নয়। বিগত দিনের অভিজ্ঞতা থেকে দেখা গিয়েছে হোয়াটসঅ্যাপে নানা ধরণের অবাঞ্ছিত কল আসে সেখানে নানা ধরণের যৌন আবেদনও থাকে। সেই ফাঁদে পা দিয়ে বহু ব্যক্তি নিজেদের বহু অর্থ হারিয়েছেন। তবে এবার থেকে যদি হোয়াটসঅ্যাপের নতুন ফিচার চালু হয়ে যায় তাহলে সেখান থেকে আগে থেকেই সতর্ক হয়ে যেতে পারবেন গ্রাহকরা। সবকিছু জলের মতো পরিষ্কার হয়ে যাবে সকলের কাছে।