দেশ

আজ থেকে কর্মচারীদের পিএফ কাটা হবে ১২ শতাংশ হারেই

নয়াদিল্লিঃ আজ থেকে কর্মচারী প্রভিডেন্ট ফান্ডের (ইপিএফ) প্রদেয় অর্থ (কন্ট্রিবিউশন) কাটা হবে আগের ১২ শতাংশ হারেই। কর্মী এবং সংস্থা কর্তৃপক্ষ দু’পক্ষের জন্যই ফের পুরনো হারে ইপিএফ কন্ট্রিবিউশন কার্যকর হবে। অর্থাৎ, আজ থেকে ইপিএফের এমপ্লয়িজ এবং এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন দুইয়েরই হার হবে ১২ শতাংশ করে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে গত মে মাসে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছিলেন, মে, জুন এবং জুলাই মাসে ইপিএফের কর্মী ও সংস্থা কর্তৃপক্ষের প্রদেয় অর্থের হার ১২ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হবে, যাতে মাসের শেষে কর্মচারীরা বেশি অর্থ নিয়ে বাড়ি যেতে পারেন।